Logo
Logo
×

সারাদেশ

মৌলভীবাজারে ওরসে অশ্লীল নৃত্য

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৯ পিএম

মৌলভীবাজারে ওরসে অশ্লীল নৃত্য

সদর উপজেলার উত্তর আটঘর গ্রামে ওরসের নামে অশ্লীল নৃত্যের আয়োজন করা হয়েছে। ওরসে ৬ জন নারী শিল্পী অশ্লীল নৃত্য পরিবেশন করেন। মাইক ও সাউন্ড বক্সের বিকট শব্দে এলাকার বৃদ্ধ লোক, রোগী এবং বিশেষ করে এবারের এসএসসি পরীক্ষার্থীরা বাড়িতে ঘুমাতে পারেননি। অনেক হার্টের রোগীরও সমস্যা হয়। ৯ ফেব্রুয়ারি রাতে উপজেলার উত্তর আটঘর গ্রামে আতর আলী মাজার শরিফে ৫১তম ওরস এ আয়োজন করা হয়। 

সরেজমিন দেখা যায়, রাত ১০টা বাজার সঙ্গে সঙ্গেই গানের আসর শুরু হয়। আসরে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২ হাজারের মতো যুবক, যুবতী, নারী ও পুরুষ দর্শক উপস্থিত ছিলেন। সারারাত নারী শিল্পীরা গান পরিবেশন করেন। এক পর্যায়ে এলাকার কয়েকজন সচেতন নাগরিক মাইকের বিকট শব্দ বন্ধ করার অনুরোধ করলেও আয়োজন করা মানেনি। সাড়ে ৪টার দিকে নৃত্য শেষ হয়। এ সময় গানের তালে তালে যুবক, যুবতী, নারী ও পুরুষ নাচেন। গানের পাশাপাশি গাঁজা সেবন করেন যুবকরা।

আয়োজকদের মধ্যে ছিলেন শাহ আতর আলীর ছোট ছেলে শাহ ফরজান আলী। সহযোগিতাকারী হিসেবে ব্যানারে নাম উল্লেখ ছিল, ফখরুল মিয়া, আখলু মিয়া, সৈয়দ মিয়া, তুহিন মিয়া, কামাল, হামিদ মিয়া ও শাহেনের।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম