Logo
Logo
×

সারাদেশ

জমি নিয়ে বিরোধ

ওসমানীনগরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেফতার ৬

Icon

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৫ পিএম

ওসমানীনগরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেফতার ৬

সিলেটের ওসমানীনগরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। হামলায় নারীসহ আহত হয়েছেন আটজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে বেতখাই গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আনোয়ার বেতখাই গ্রামের শফিকুর রহমানের ছেলে।

এ ঘটনায় নিহতের ভাই নুরুল হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ ১৪ জনকে আসামি করে শনিবার সন্ধ্যায় ওসমানীনগর থানায় হত্যা মামলা করেন। এর মধ্যে ৬ আসামিকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। গ্রেফতাররা হলেন বেতখাই গ্রামের আব্দুল কাদিরের ছেলে শাহিন মিয়া (৩০), আব্দুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম বাদশা (৫০), আব্দুল জব্বারের ছেলে আব্দুল কাদির (৫০), সিরাজুল ইসলাম বাদশার স্ত্রী সুলতানা বেগম (৩৩), আব্দুল গণির স্ত্রী আফিয়া বেগম (৪০) ও আব্দুল কাদিরের স্ত্রী সুফিয়া বেগম (৪৫)।

হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বেতখাই গ্রামের জিলু মিয়া ও আনোয়ার হোসেন গংয়ের সঙ্গে একই বাড়ির চাচাতো ভাই গণি মিয়া, বাদশা মিয়া, কাদির মিয়া ও শাহিন মিয়া গংয়ের বিরোধ চলে আসছিল। গণি, বাদশা, কাদির, শাহিন ও সুমন গং রামদাসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে ঘুমন্ত জিলু ও আনোয়ার গংয়ের ঘরে হামলা চালায়। তাদের হামলায় জিলু, তার স্ত্রী হেনা বেগম, ছেলে রাসেল মিয়া, জাকির মিয়ার ছেলে মাহিদ ও নুরুল, ঝুনু মিয়ার স্ত্রী মমতা বেগম, শফিক মিয়ার মেয়ে হাছনা বেগম ও নাজমা বেগম আহত হন। হামলাকারীরা আহত রাসেলের পায়ুপথ দিয়ে লোহার রডও ঢুকিয়ে দেয়। পরে মাঠে থাকা আনোয়ারকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ার মারা যান। এছাড়া আহত রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা।

নিহত আনোয়ারের চাচাতো বোন তাহমিনা বলেন, সুমন, বাদশা, গণি, শাহিন ও কাদির গং আমাদের ঘরে হামলা চালায়। উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুল বলেন, তাদের দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম