Logo
Logo
×

সারাদেশ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চার কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৩ পিএম

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চার কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিনিয়র উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মজিবুল হককে মারধরের ঘটনায় অভিযুক্ত দাপুটে ৪ কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শফিকুল আলম স্বাক্ষরিত আদেশে ওই বদলি করা হয়।

বদলিকৃতরা হলেন, মূল ক্যাম্পাসের যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহজামাল, উপপরীক্ষা নিয়ন্ত্রক নাজমুল হক ও দেওয়ান নূর ইয়ার চৌধুরী এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মীর মোর্শেদ হাসান।

তাদের মধ্যে যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহজামালকে ঢাকার ধামরাই উপ-আঞ্চলিক কেন্দ্রে, দেওয়ান নূর ইয়ার চৌধুরীকে যশোর আঞ্চলিক কেন্দ্রে, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নাজমুল হককে খাগড়াছড়ি উপ-আঞ্চলিক কেন্দ্রে এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মীর মোর্শেদ হাসানকে বরিশাল আঞ্চলিক কেন্দ্রে বদলি করা হয়েছে। আদেশে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগের ‘সুষ্ঠু পরিবেশ বজায় রাখা’ এবং বিশ্ববিদ্যলয়ের ‘কাজের স্বার্থে’ বদলির কথা উল্লেখ করা হয়েছে। ‘সুষ্ঠু পরিবেশ বজায় রাখা’ এবং বিশ্ববিদ্যলয়ের ‘কাজের স্বার্থে’ বদলি বলা হলেও তাদের বদলিকে শাস্তিমূলক বলেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম