
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম
সৈকতে ১৩২ ডিম ছেড়ে সাগরে ফিরেছে কাছিম

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৫ পিএম

আরও পড়ুন
কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া সমুদ্র সৈকতের রেজুখালের মোহনায় ১৩২টি ডিম দিয়ে সাগরে ফিরেছে অলিভ রিডলি প্রজাতির মা কাছিম। বৃহস্পতিবার রাতে ডিমগুলো ছাড়ার পর সেগুলো বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) কাছিম হ্যাচারিতে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করা হয়েছে।
বোরির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রেজুখালের মোহনায় একটি অলিভ রিডলি মা কাছিম ১৩২টি ডিম দিয়েছে। বোরি পরিচালিত কাছিম হ্যাচারিতে বৈজ্ঞানিক উপায়ে ডিমগুলো সংরক্ষণ করা হয়েছে। আশা করছি, আগামী ৫০-৫৫ দিনের মধ্যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে।
এর আগে একই জায়গায় ৩১ জানুয়ারি একটি মা কাছিম ১২৫টি ডিম পেড়েছিল। যেগুলোও বোরির কাছিম হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে।