পাহাড়তলীতে বিদেশি অস্ত্রসহ যুবক আটক
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
পাহাড়তলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১০ পিএম
![পাহাড়তলীতে বিদেশি অস্ত্রসহ যুবক আটক](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/02/06/image-771448-1707225886.jpg)
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার উত্তর সরাইপাড়া বঙ্গবন্ধু গলি মুজিব কোম্পানির রিকশার গ্যারেজের পেছনে খালি জায়গা থেকে বিদেশি অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাঈন উদ্দিন ফয়সালের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইফতেখার আলম রাহাত নামে যুবককে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি কালো রংয়ের বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়।।
আটক ইফতেখার আলম রাহাত ফেনী জেলার সদর থানার কুনু মেম্বারের বাড়ির নিজাম উদ্দিনের ছেলে।
এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি কেপায়েত উল্লাহ যুগান্তরকে বলেন,আটক রাহাত কার কাছ হতে এই অস্ত্র পেয়েছে তা তদন্তে বের হয়ে আসবে। মঙ্গলবার সকালে গ্রেফতার রাহাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।