Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি ভারত নেওয়ায় বিএনপির প্রতিবাদ

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫১ পিএম

টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি ভারত নেওয়ায় বিএনপির প্রতিবাদ

ভারত টাঙ্গাইল শাড়ির ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি নেওয়ায় বিএনপি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সোমবার টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ভারতের আধিপত্যবাদের চরম থাবায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। এরই ধারাবাহিকতায় হাজার বছরের ঐতিহ্য টাঙ্গাইল শাড়ির ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি ভারত নেওয়ায় জেলা বিএনপি তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছে।

ভারত তার মোড়লীপনার মাধ্যমে এ অঞ্চলে তার অবৈধ কর্তৃত্বের মাধ্যমে অর্থনৈতিক, শিক্ষা ও সংস্কৃতির সবকিছুই তাদের করায়ত্ব করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ নতজানু অবৈধ সরকার নির্বিকারভাবে ভারতের সব আবদার পূরণ করার মাধ্যমে ক্ষমতাকে পাকাপোক্ত করার অপচেষ্টায় লিপ্ত আছে। বাংলাদেশের সাধারণ মানুষ এ অপচেষ্টাকে রুখে দেবে। টাঙ্গাইলবাসীর এ দাবির পক্ষে আমরা সবসময় পাশে থাকব।’ প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভারতের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে বলা হয়েছে, ‘টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত, একটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস। এর মিহি গঠন, বৈচিত্র্যময় রং এবং সূক্ষ্ম জামদানি মোটিফের জন্য বিখ্যাত এটি এ অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। টাঙ্গাইলের প্রতিটি শাড়ি ঐতিহ্য ও সমৃদ্ধ সৌন্দর্যের মেলবন্ধনে দক্ষ কারুকার্যের নিদর্শন।’ এরপর থেকে টাঙ্গাইলসহ সারাদেশে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম