পাগলা কুকুরের কামড়ে পর্যটকসহ আহত ২৫
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৫ পিএম
আনোয়ারায় পাগলা কুকুরের কামড়ে পর্যটকসহ ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বারশত ইউনিয়নের পারকি ও রাঙ্গাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার বিকালের দিকে পারকি বিচ এলাকায় একটি পাগলা কুকুর হঠাৎ পর্যটক ও স্থানীয়দের ওপর আক্রমণ করে। এতে কমপক্ষে ২৫ জন আহত হন। আহতরা আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নেন। সর্বশেষ রাত ৯টার দিকে দারুল সুন্নাহ মাদ্রাসা এলাকায় স্থানীয়রা কুকুরটিকে আটক করে মেরে ফেলেন।
রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. সোহরাওয়ার্দী বলেন, শনিবার একটি কুকুর হঠাৎ পারকি সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের ওপর আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ওই কুকুরটিকে তাড়া করে। আমাকে আক্রমণ করতে তেড়ে আসে কুকুরটি- ভাগ্যক্রমে বেঁচে যাই। খবর নিয়ে জেনেছি কমপক্ষে ২৫ জনকে কামড় দিয়েছে।