Logo
Logo
×

সারাদেশ

কাশিমপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

Icon

কাশিমপুর ও কোনাবাড়ী(গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৭ পিএম

কাশিমপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

গাজীপুরের কাশিমপুরে জঙ্গলের ভিতর থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে কাশিমপুরের গোবিন্দবাড়ী গভীর জঙ্গলের ভিতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পরে এদিন রাত সাড়ে ৯টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে লাশের পরিচয় জানা যায়। 

জানা যায়, ওই কিশোর রংপুরের কোতোয়ালী থানার সম্মানীপুর গ্রামের  ফারুক আহমদের পুত্র মো. আল আমীন (১৫)। সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আড়াবাড়ী দিঘিরপাড় এলাকার আলাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া ছিল। 

কাশিমপুর থানার এসআই হানিফ জানান, ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায় এবং সেখান থেকে লাশটি উদ্ধার করে পরিচয় সনাক্ত করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম