Logo
Logo
×

সারাদেশ

ওয়ারিশ সম্পদ চাওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলেরা

Icon

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪২ পিএম

ওয়ারিশ সম্পদ চাওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলেরা

ফুলপুরে স্বামীর সম্পদের ওয়ারিশ চাওয়ায় ছেলেদের বিরুদ্ধে মাকে বাড়ি থেকে বিতাড়িত করার অভিযোগ পাওয়া গেছে। 

জানা যায়, উপজেলার ছনধরা ইউনিয়নের চিকনা গ্রামের আব্দুল খালেক তালুকদার তিন স্ত্রী, পাঁচ মেয়ে ও চার ছেলে রেখে পাঁচ বছর আগে মারা যান। আব্দুল খালেক তালুকদারের রেখে যাওয়া প্রায় ২৬ একর জমি ছেলেরা ভোগ দখল করছেন। এ থেকে এক মা ও বোনেরা প্রায় নয় একর জমি ওয়ারিশ পান। দীর্ঘদিন চেষ্টা করেও তাদের জমি আদায় করতে পারেনি। বিষয়টি নিয়ে সালিশ দরবার ডাকায় ছেলেরা সৎ মাকে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনার বিচারের দাবিতে উপজেলা পরিষদের সামনে এক মা ও পাঁচ মেয়ে মানববন্ধন করেছে। এ সময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি দিয়েছেন। 

মা লাইলি বেগম জানান, ওয়ারিশান সম্পদ চাওয়ায় ছেলেরা মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছেলে মাসুদ তালুকদার জানান, দরবারের ফয়সালা অনুযায়ী বিষয়টি মীমাংসার প্রক্রিয়া চলছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম