Logo
Logo
×

সারাদেশ

পিকনিকের খাবার খেয়ে শতাধিক গার্মেন্টস কর্মকর্তা-কর্মচারী অসুস্থ

Icon

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৬ পিএম

পিকনিকের খাবার খেয়ে শতাধিক গার্মেন্টস কর্মকর্তা-কর্মচারী অসুস্থ

নারায়ণগঞ্জস্থ আদমজী ইপিজেডে অবস্থিত ইপিক-১ গার্মেন্টসে অনুষ্ঠিত বার্ষিক পিকনিক আয়োজনে দেওয়া খাবার খেয়ে প্রায় শতাধিক গার্মেন্টস কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়েছেন। 

এদের মধ্যে ৫০-এর অধিক শিশুও রয়েছে। বর্তমানে তারা আদমজীস্থ আলিফ জেনারেল হাসপাতাল, সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইয়াউর রহমান।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ফ্যাক্টরির ভেতর অনুষ্ঠানটির আয়োজন হয়।

ভুক্তভোগীরা জানান, সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন দুপুরে কারখানাটির পক্ষ থেকে উপস্থিত কর্মকর্তাসহ তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের খাবার দেওয়া হয়। পরে ঘণ্টাখানেক যেতেই ঘটনাস্থলে অনেক অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুতই তাদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

খাবার খেয়ে অসুস্থ হওয়া কামাল নামে একজন কোয়ালিটি অফিসার জানান, দুপুরের খাবার খাওয়ার অল্প কিছুক্ষণ পরই স্টেজের সামনে তিনবার বমি করেন। পরে তার সহকর্মীরা তাকে সিদ্ধিরগঞ্জ পুলস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানাপুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। খাবার খেয়ে ওই গার্মেন্টসের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম