Logo
Logo
×

সারাদেশ

চালের গুদামে খাদ্যমন্ত্রীর অভিযান, কঠোর হুশিয়ারি

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৪ এএম

চালের গুদামে খাদ্যমন্ত্রীর অভিযান, কঠোর হুশিয়ারি

ঝিনাইদহের একটি অটোরাইস মিলে অতিরিক্ত ধান মজুত রাখায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ঝিনাইদহ থেকে সড়কপথে ঢাকায় ফেরার সময় রাত ৭টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুরে ধান চালের মিল ও আড়ত পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

এ সময় অতিরিক্ত ধান মজুত কারার অভিযোগে সুভ এগ্রো ফুড নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামসহ খাদ্য বিভাগের পদস্থ কর্মকতারা উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত চালের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে করণীয় নির্ধারণে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় চালর দাম বৃদ্ধি নিয়ে নানা অজুহাত তুলে ধরেন চালকলমালিকরা। 

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। বিবেকের কাছে দায়বদ্ধ থেকে ব্যবসা করতে হবে। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে। কাউকে খাদ্য নিয়ে অধিক মুনাফা করতে দেওয়া হবে না। বাজার নিয়ন্ত্রণে শিগগিরই বেসরকারি পর্যায়ে শুল্কমুক্ত চাল আমদানির অনুমতি দেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম