Logo
Logo
×

সারাদেশ

১৮০০ কেজি জাটকা জব্দ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৪ এএম

১৮০০ কেজি জাটকা জব্দ

চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৮০০ কেজি (৪৫ মণ) জাটকাসহ একটি ট্রলার জব্দ করেছে জেলা টাস্কফোর্সের কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।

বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় মঙ্গল ও বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত হাইমচরের ঈশানবালা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালানো হয়। কোস্টগার্ড এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর চাঁদপুর সদরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এসময় একটি ট্রলার থেকে ১৮০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

তানজিমুল ইসলাম আরও বলেন, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা জাটকা পরে স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।

চাঁদপুর সদর ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম