চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৮০০ কেজি (৪৫ মণ) জাটকাসহ একটি ট্রলার জব্দ করেছে জেলা টাস্কফোর্সের কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
তিনি জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় মঙ্গল ও বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত হাইমচরের ঈশানবালা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালানো হয়। কোস্টগার্ড এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর চাঁদপুর সদরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এসময় একটি ট্রলার থেকে ১৮০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
তানজিমুল ইসলাম আরও বলেন, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা জাটকা পরে স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।
চাঁদপুর সদর ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।