রেললাইনে দাঁড়িয়ে থাকা যুবককে মৈত্রী এক্সপ্রেসের ধাক্কা
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৬:৩৫ পিএম
কুষ্টিয়ার মিরপুরে রেললাইনে দাঁড়িয়ে ছিলেন কোয়েল জোয়ার্দ্দার নামে এক যুবক। চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। বুধবার দুপুর ১টার দিকে মিরপুর উপজেলার পশুহাট সংলগ্ন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কোয়েল জোয়ার্দ্দার (৩৩) মিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড নওপাড়া মহল্লার মনো জোয়ার্দ্দারের ছেলে। তিনি মিরপুর রেলগেট সংলগ্ন একটি ওয়ার্কশপের দোকানে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে মিরপুর পশুহাটসংলগ্ন এলাকায় রেললাইনের ওপর কোয়েল নামে ওই যুবক দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন দিক থেকে চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুর রহমান বলেন, বুধবার দুপুরে মিরপুর পশুহাটসংলগ্ন রেলগেট এলাকায় চুয়াডাঙ্গার দর্শন থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়।