Logo
Logo
×

সারাদেশ

সারিয়াকান্দি অবৈধভাবে বালু উত্তোলনে ১২ জনের কারাদণ্ড

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১১:০০ পিএম

সারিয়াকান্দি অবৈধভাবে বালু উত্তোলনে ১২ জনের কারাদণ্ড

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে দুজনকে এক মাস করে, আটজনকে ১৫ দিন করে ও দুজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

এক মাসের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ সদরের সরকার বাড়ি এলাকার মহসিন (৪৫) ও বরগুনা জেলার আমতলী উপজেলার রকিরখালী এলাকার আল-আমিন (২৮)। ১৫ দিনের দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইশড়ী এলাকার নায়েব আলী (৫০), রাজবাড়ীর মাজদার রহমান (৫৫), একই এলাকার খোকা মিয়া (৫০), মো. হেলাল (৪৭), মো. মিল্টন (২৫), লুৎফর রহমান (৩৮), ভুয়াপুর উপজেলার ডিগ্রিরচর এলাকার মজনু মন্ডল (২৮) ও সুজন মিয়া (২৪) এবং সাত দিনের দণ্ডপ্রাপ্তরা হলেন মুন্সীগঞ্জের গজারিয়া থানার বড়রায়পাড়ার আবদুল হালিম (২৮) এবং বরিশালের বড়নদী উপজেলার নাচোই এলাকার মো. জসিম (২২)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম