Logo
Logo
×

সারাদেশ

চেয়ারম্যানের হামলায় সাবেক চেয়ারম্যান নিহতের অভিযোগ

Icon

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৫:০২ পিএম

চেয়ারম্যানের হামলায় সাবেক চেয়ারম্যান নিহতের অভিযোগ

স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদারের নেতৃত্বে তার অনুসারীদের হামলায় সাবেক চেয়ারম্যান শেখর সিকদার নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।   

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুড়িয়ানা বাজারে এ ঘটনা ঘটে।  

কুড়িয়ানা বাজারের ব্যবসায়ী সজল সিকদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে শেখর সিকদার তার চায়ের দোকানের সামনে দিয়ে পাশের কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের নেতৃত্বে তার অনুসারীরা শেখর সিকদারের ওপর হামলা চালান।  মিঠুনের সঙ্গে থাকা পঙ্কজ ও শংকর তাকে পিটিয়ে মাটিতে ফেলে দেন। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। 

ওসি গোলাম সারোয়ার বলেন, লাশ হাসপাতালে রয়েছে।  ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম