Logo
Logo
×

সারাদেশ

ট্রেন থেকে পড়ে এনজিওকর্মীর মৃত্যু

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০১:০৮ পিএম

ট্রেন থেকে পড়ে এনজিওকর্মীর মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে বিপ্লব সরকার (২৯) নামে এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। 

নিহত যুবক চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার লামছড়ি গ্রামের মৃত সুরেস সরকারের ছেলে।

বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট উপজেলার হরিপুর মুছিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোন ট্রেন থেকে কীভাবে পড়ে মারা গেছেন তা নিশ্চিত জানা যায়নি।

নাঙ্গলকোট রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার লোকমান হোসেন বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেন ৮টা ১৭ মিনিটে এবং চট্টগ্রাম থেকে জামালপুরগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ৮টা ৪২ মিনিটে নাঙ্গলকোট রেলস্টেশন অতিক্রম করে। এর কিছুক্ষণ পর আপলাইনে এক যুবকের লাশ পড়ে আছে বলে খবর পাই।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম