Logo
Logo
×

সারাদেশ

কালিয়াকৈরে বিজ্ঞানমেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ পিএম

কালিয়াকৈরে বিজ্ঞানমেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড

বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনে সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিয়াকৈর উপজেলার শহিদ মিনার চত্বরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। 

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে কালিয়াকৈরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা, শিক্ষক ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় মন্ত্রী বলেন, দিনদিন বিজ্ঞানের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। দেশের শিক্ষার্থীরা আজ ব্যবসায় শিক্ষামুখী। এধরনের মেলার মাধ্যমে অনেকেই বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। আমাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই এ শিক্ষায় শিক্ষিত  করে গড়ে তুলতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম