ক্লিনিকে প্রসূতির মৃত্যু, চেয়ারম্যান মিজান রিমান্ডে
বামনা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫৯ পিএম
বামনায় লাইসেন্সবিহীন সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রসূতির মৃত্যুর ঘটনায় জেলহাজতে থাকা হাসপাতালের চেয়ারম্যান ও ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের জামিনের জন্য আদালতে আবেদন করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ডের আদেশ দেন।
বৃহস্পতিবার সকালে চেয়ারম্যান মিজানুর রহমানকে বরগুনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য হাজির করা হলে বিচারক রাসেল মজুমদার তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
অপরদিকে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করলে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে থানার ওসি তুষার কান্তি মন্ডল বলেন, আমরা চেয়ারম্যান মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
জানা গেছে, ১৫ জানুয়ারি রাতে লাইসেন্সবিহীন ডৌয়াতলা সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় মেঘলা আক্তার নামে এক প্রসূতির মৃত্যু ঘটে। এ ঘটনায় মামলায় আট আসামির মধ্যে ৩ নম্বর আসামি ওই ক্লিনিকের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে পলাতক অবস্থায় ২০ জানুয়ারি ঢাকা থেকে গ্রেফতার করে র্যাব।