অচেতন করে স্কুলছাত্রীকে অপহরণ, ৩ যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা
যুগান্তর প্রতিবেদন, বরগুনা
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭ পিএম
এসএসসি পরীক্ষার্থীকে অচেতন করে অপহরণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা করেছেন স্কুলছাত্রীর বাবা।
বুধবার সকালে ওই ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা জজ মো. মশিউর রহমান খান মামলাটি গ্রহণ করে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ৭ দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- বেতাগী উপজেলার দক্ষিণ করুনার আফজাল হোসেনের ছেলে আরাফাত হোসেন অপু (২০), তার বন্ধু অহেদ হাওলাদারের ছেলে হেলাল (২০) ও নেছার উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম বিটু (৪০)।
এ তথ্য নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউর মোস্তাফিজুর রহমান বাবুল।
জানা যায়, বরগুনা জেলার বেতাগী উপজেলার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার সকালে অভিযোগ করেন, বাদীর মেয়ে গত বছর ২৪ ডিসেম্বর সকাল ১০টায় প্রাইভেট পড়তে যায়। বেতাগী কাউনিয়া ব্রিজের পশ্চিম পাশে গেলে আরাফাত হোসেন অপু একটি রুমালে অচেতন নাশক ওষুধ মিশিয়ে তার নাকে ধরে অচেতন করে আসামিরা একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের সময় জনৈক রাকিব দেখতে পান।
স্কুলছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে ১৬ জানুয়ারি আসামিদের দখল থেকে পালিয়ে এসে আমাদের বলে- আসামিরা তাকে অচেতন করে অপহরণ করে আসামি সাইফুল ইসলাম বিটুর বিস্কুটের ফ্যাক্টরির পেছনের একটি রুমে আটক করে রাখে। আসামি আরাফাত ইসলাম অপু দীর্ঘদিন ধরে খুনের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। আমি ২৩ জানুয়ারি বেতাগী থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি।
আসামিরা পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বাদীর অভিযোগ অস্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় কেউ মামলা করতে আসেননি।