Logo
Logo
×

সারাদেশ

চাঁদপুরে পাচারকালে ৬৫ মন জাটকা জব্দ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:৫৮ পিএম

চাঁদপুরে পাচারকালে ৬৫ মন জাটকা জব্দ

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া থেকে মতলব উত্তরে পাচারকালে ১০টি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৬৫ মন জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরান বাজার ও নতুন বাজার ব্রিজের ওপরে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। অভিযানের টের পেয়ে জাটকার মালিকরা পালিয়ে যায়।

বিকালে অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, চাঁদপুর সদর উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় বাংলাদেশ কোস্টগার্ড এবং চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পাল বাজারের ওভার ব্রিজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্রিজের ওপরে পরিবহণরত ৬৫ মন জাটকা জব্দ করা হয়। 

পরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম