চালের জন্য জীবন দিতে হলো কলেজছাত্রকে
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:১০ এএম
![চালের জন্য জীবন দিতে হলো কলেজছাত্রকে](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/01/23/image-766196-1705961367.jpg)
চুয়াডাঙ্গার দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে তিন কেজি চালের ব্যাগ রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ইশরাক নাঈম মুন্না (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি উপজেলা সদর স্টেডিয়াম পাড়ার আব্দুল মমিনের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র। সোমবার বিকাল ৩টার দিকে দামুড়হুদার পূর্বাশা কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবির জানান, সোমবার বিকাল ৩টার দিকে দামুড়হুদা বাজার থেকে ইসরাক নাঈম মুন্না ৩ কেজি চাল নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি দামুড়হুদা-কার্পাসডাঙ্গা পূর্বাশা কাউন্টারের সামনে একটি পাখি ভ্যানকে সাইড দিতে যান। এসময় তার চালের ব্যাগ পড়ে যাচ্ছিল; তা রক্ষা করতে গিয়ে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। তাকে রামেক হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৫টার দিকে ঈশ্বরদী নামক স্থানে মৃত্যু হয়।