বালিয়াকান্দিতে ছুটির দিনে শিক্ষার্থীদের দিয়ে মাঠ পরিষ্কার
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ১০:৪৯ পিএম
বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলওয়ে ফুটবল মাঠের ময়লা আবর্জনা ছুটির দিনেও কনকনে শীতের মধ্যে শিক্ষার্থীদের দিয়ে পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে।
জানা যায়, ৪ মাস আগে বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে বালিয়াকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মাসব্যাপী বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। মেলা শেষে স্টল মালিকরা মাঠে খানাখন্দ, ময়লা-আবর্জনা, ইট-পাটকেল রেখে চলে যায়। মেলা কর্তৃপক্ষ মাঠ পরিষ্কারের অর্থ বরাদ্দ করলেও সে অর্থের কোন হদিস নেই।
শুক্রবার সকাল থেকে তীব্র শীতের মধ্যে ইসলামপুর স্বাবলম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে রেলওয়ের মাঠের ময়লা-অবর্জনা পরিষ্কার করানো হয়।
স্থানীয়রা বলেন, এ মাঠে প্রতিদিন খেলাধুলা হতো। বাণিজ্য মেলা শুরুর পর থেকে ৪ মাস যাবৎ মাঠে খেলাধুলা বন্ধ হয়ে গেছে। মাঠটি সংস্কার করা প্রয়োজন। কিন্তু তীব্র শীতের মধ্যে এ কাজে শিক্ষার্থীদের ব্যবহার করা উচিত হয়নি।
স্বাবলম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোমিন মিয়া বলেন, মাঠটি আমরা ব্যবহার করি। শুক্রবার স্কুল বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের নিয়ে মাঠ পরিষ্কার করছি। খেলাধুলা থেকে বঞ্চিত ক্লাব স্কাউটের ছেলেমেয়েদের দিয়ে কাজ করানো হচ্ছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, খেলার মাঠে মেলা হয়। মেলার পর থেকে এ মাঠে ময়লা-আবর্জনা, ইট-পাটকেল ও মাঠের বিভিন্ন জায়গায় খোঁড়াখুঁড়ি থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে যায়। এ কারণে শিক্ষার্থীদের মাঠ পরিষ্কারে কাজে লাগানো হয়েছে।