বারহাট্টায় টিসিবির ১৪৮ বস্তা চাল জব্দ, ডিলারের বিরুদ্ধে মামলা
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০১:০৫ এএম
নেত্রকোনার কালোবাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগে টিসিবির ১৪৮ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় টিসিবি ডিলার ও চালের ক্রেতার বিরুদ্ধে মামলা করছে প্রশাসন। মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে উপজেলার চিরাম ইউনিয়ন পরিষদ কার্যালয় ও পার্শ্ববর্তী বামনগাঁও গ্রামের সমুজ মিয়ার বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়। পরে জব্দকৃত চাল থানার গুদামে সংরক্ষিত রাখা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি অভিযান পরিচালনা করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান ও থানার এসআই হারুনসহ অন্যরা উপস্থিত ছিলেন। বুধবার ইউএনও ফারজানা আক্তার ববি বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার চিরাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কার্ডধারীদের টিসিবি পণ্য চাল, ডাল ও সয়াবিন তেল বিতরণ করা হয়। ওইসব চাল কার্ডধারীর কাছ থেকে কম দামে ক্রয় করে এক ব্যক্তি। ১১৪টি বস্তা চাল (প্রতি বস্তা ৫০ কেজি) বামনগাঁও গ্রামের একটি বাড়িতে রাখা হয়। পরে গোপন খবরে ইউএনও ফারজানা আক্তার ববি অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন। সেই সঙ্গে চিরাম ইউনিয়ন পরিষদে থাকা বিতরণ না হওয়া ৩৪ বস্তা চালও জব্দ করে থানায় নিয়ে যান।
ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, জব্দ চালের ব্যাপারে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। এতে ডিলার ও ক্রেতাকে আসামি করা হবে। তবে ঘটনা তদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে।