Logo
Logo
×

সারাদেশ

এডিট করে অশালীন ছবি দিয়ে সম্পর্ক করার প্রস্তাব, শিক্ষক গ্রেফতার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম

এডিট করে অশালীন ছবি দিয়ে সম্পর্ক করার প্রস্তাব, শিক্ষক গ্রেফতার

খাগড়াছড়িতে সাইবার বুলিংয়ের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ব্যক্তিগত ছবি এডিট করে অশালীনভাবে উপস্থাপন করে ভিকটিমের ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন ওই শিক্ষক।

গ্রেফতারকৃত শিক্ষক উদয়ন ত্রিপুরা উপজেলা সদরের বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত। 

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা জানান, ভুয়া ফেসবুক আইডি খুলে অভিযুক্ত শিক্ষক ভিকটিমের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করে। এছাড়া অশ্লীল ও কুরুচিপূর্ণ মেসেজ দেয়। ব্যক্তিগত ছবি এডিট করে অশালীনভাবে উপস্থাপন করে ভিকটিমের ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমের ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেয়। গ্রেফতারকৃত শিক্ষকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত শিক্ষক প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম