প্রকাশ্যে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
গফরগাঁও ও পাগলা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম
![প্রকাশ্যে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/01/15/image-763290-1705329801.jpg)
বিএনপি নেতা হারুন অর রশিদ। ফাইল ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রকাশ্যে হারুন অর রশিদ (৫৫) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রুবেল মিয়া নামে এক ব্যক্তির বাড়ি ঘেরাও করে আগুন দিয়ে জ্বালিয়ে দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। পরে স্থানীয়রা অভিযুক্ত রুবেল ও তার মা বিউটি বেগমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
নিহত হারুন অর রশিদ পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পাইথল ইউনিয়নের গোয়ালবর গ্রামের খুরশেদ আলমের ছেলে। তিনি হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে গয়েশপুর বাজারে একটি চিকিৎসাকেন্দ্র পরিচালনা করতেন। অভিযুক্ত রুবেল মিয়া একই ইউনিয়নের নেওকা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, হারুনুর রশিদ শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজার থেকে নাস্তা খেয়ে গফরগাঁওয়ের গয়েশপুর বাজারে সিনেমা হলের সামনে বসে চা পান করছিলেন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই গয়েশপুর বাজারের অপর পল্লী চিকিৎসক শাহাবুদ্দিনের ছেলে রুবেল মিয়া তাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় হারুন দৌড়ে পালানোর চেষ্টা করলে রুবেল তার পিছু নিয়ে বাজারে বড় মসজিদের পাশে ড্রেনের ওপর ফেলে কুপিয়ে হত্যা করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান ঢালী বলেন, হারুন খুব ভালো মনের মানুষ ছিলেন। কী কারণে এবং কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা আমার জানা নেই। হত্যাকাণ্ডের ঘটনায় গয়েশপুর বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পাগলা থানার ওসি মোহাম্মদ খাইরুল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো এ হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।