সুন্দরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৭:২৩ পিএম
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় নুর আলম (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
জমির পানি সেচের ড্রেন খনন বিরোধে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নুর আলমের বাবা হাফিজার রহমান আহত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুর আলম। তিনি উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী (মজুমদারহাট) গ্রামের হাফিজার রহমানের ছেলে।
এর আগে সোমবার (৮ জানুয়ারি) দুপুরে ওই গ্রামে হামলার এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খামার ধুবনী (মজুমদারহাট) গ্রামের মৃত মেনাজ উদ্দিনের ছেলে খুশি মিয়ার সঙ্গে হাফিজার রহমানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এরই জেরে গত ৮ জানুয়ারি দুপুর ১টার দিকে পানি সেচের জন্য ড্রেন খননে প্রতিপক্ষরা বাধা দেয়। একপর্যায়ে খুশি মিয়া, ফুল মিয়া ও কাইয়ুমসহ নুর আলমের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে। ও সময় নুর আলম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুর আলম মিয়া মারা যান।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নুর আলম নামের একজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।