Logo
Logo
×

সারাদেশ

অটোরিকশা চালককে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ১০:২২ পিএম

অটোরিকশা চালককে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অটোরিকশাচালক হত্যা মামলার তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি বেকসুর খালাস পেয়েছেন।

বুধবার বিকালে সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শারমীন নিগার এ রায় দেন। রায় প্রদানের সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- বাঞ্ছারামপুর উপজেলার জয়কালীপুর এলাকার মো. কবির হোসেন (২২), সজীব মিয়া ওরফে সজীব শেখ (২৫) ও মো. মনির হোসেন (২৫)। বেকসুর খালাস পাওয়া দুজন হলেন আবদুল আওয়াল ও রুবেল।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ মার্চ বাঞ্ছারামপুর উপজেলার জয়কালীপুর এলাকার বাসিন্দা এরশাদ মিয়ার ছেলে অটোরিকশাচালক মো. শরিফুল ইসলামকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত শরিফুলের বাবা এরশাদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম বলেন, রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম