Logo
Logo
×

সারাদেশ

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে সভা

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০৯:১৬ পিএম

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে সভা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে রংপুর জেলা শিক্ষা অফিস চত্বরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সংগঠনের আয়োজনে উক্ত সভায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক গোলাম আজম। বক্তব্য রাখেন- রংপুরের প্রবীণ শিক্ষক সংগঠক সাহেবুল ইসলাম মজনু, নীলফামারী জেলার সংগঠক মাওলানা নুর হোসেন, লালমনিরহাট জেলার সংগঠক মাওলানা রেজাউল করিম।

রংপুরের শিক্ষক সংগঠক আলহাজ মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- রংপুরের মাওলানা সাইফুল ইসলাম, হারুনুর রশিদ সোহেল, তারাগঞ্জের আব্দুস সালাম, নীলফামারী জেলার কাজী জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান, আব্দুস সালাম, লালমনিরহাট জেলার ফারুক হোসেন, আবুল কাশেমসহ বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষকরা।

সভায় আগামী ২০ জানুয়ারি বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন আলোচনা হয়। সভায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের জীবন-মান উন্নয়নের জন্য নীতিমালা বাস্তবায়নসহ জাতীয়করণের দাবি জানানো হয়। এছাড়াও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী পীরসাহেব সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করা হয়। 

সভা শেষে রংপুরের মাদ্রাসা শিক্ষকদের অন্যতম সংগঠক ও প্রতিষ্ঠাতা প্রয়াত মাওলানা নুরুল আবছার দুলালসহ সব প্রয়াত শিক্ষকের রুহের মাগফিরাত কামনা করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম