Logo
Logo
×

সারাদেশ

গাইবান্ধা-১ আসনে জামানত হারিয়েছেন ৮ প্রার্থী

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১১:০৯ পিএম

গাইবান্ধা-১ আসনে জামানত হারিয়েছেন ৮ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে জাসদের প্রার্থীসহ আটজন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এ আসনের ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। এ আসনে ১ লাখ ১৬ হাজার ৯২টি ভোট কাস্টিং হয়েছে। জামানত রক্ষার জন্য তাদের প্রয়োজন ছিল ১৪ হাজার ৫১১টি ভোটের। সেই হিসেবে আটজন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। 

যেসব প্রার্থী জামানত হারিয়েছেন তারা হচ্ছেন- জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের গোলাম আহসান হাবীব মাসুদ, বাংলাদেশ কল্যাণ পার্টির আইরিন আক্তার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের খন্দকার রবিউল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মর্জিনা খান, কৃষক শ্রমিক জনতা লীগের মো. আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ কংগ্রেসের মো. ফকরুল হাসান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের ওমর ফারুক সিজার ও স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম