সন্ত্রাসী যে দলেরই হোক কঠোর হস্তে দমন করা হবে: শ ম রেজাউল
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১০:৫০ পিএম
পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তা কঠোর হস্তে দমন করা হবে। যারা নির্বাচনপরবর্তী সহিংসতার সাথে জড়িত রয়েছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুরের ইন্দুরকানীতে নির্বাচনপরবর্তী সহিংসতায় আহতদের দেখতে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার বিকালে ইন্দুরকানী উপজেলা হাসপাতালে আহতদের দেখতে এসে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। সেই সুনাম রক্ষা করার জন্য আমি চেষ্টা করব। সব কর্মীদের ধৈর্যধারণ করতে হবে। কারও সাথে বিশৃঙ্খলায় জড়ানো যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল লতিফ হাওলাদার, আওয়ামী লীগ নেতা মো. মনিরুজ্জামান মৃধা, ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার, মাসুদ করিম তালুকদার ইমন, মশিউর রহমান মঞ্জু, জাতীয় পার্টির নেতা মো. এনামুল কবির, কাওছার আহম্মেদ দুলাল, মো. মজনু হোসেন রনি প্রমুখ।