Logo
Logo
×

সারাদেশ

লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

Icon

চাঁদপুর প্রতিনিধি 

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১০:০৯ পিএম

লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় এমভি সুন্দরবন-১৬ লঞ্চ দুর্ঘটনায় তিন দিন পর সেই নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। 

সোমবার বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দীন নাহিয়ান।

উদ্ধার হওয়া নারী হচ্ছেন রীনা বেগম (৩২)। তিনি পিরোজপুর জেলার পারেরহাট সংকরপাশা গ্রামের অলি উল্লাহর স্ত্রী। 

কোস্টগার্ড স্টেশন কমান্ডার মাশহাদ উদ্দীন নাহিয়ান বলেন, সোমবার  মেঘনা নদীর হাইমচরের গাজীপুর ইউনিয়নের এয়ারটেলচর এলাকা থেকে রীনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

গত ৫ জানুয়ারি দিনগত রাতে সাড়ে ১১টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরবাদ এলাকায় মেঘনা নদীতে মার্কেন্টাইল-৩ নামের কার্গোর ধাক্কায় তলা ফেটে চরে আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ। ওই সময় এই নারী নিখোঁজ হন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম