Logo
Logo
×

সারাদেশ

বঙ্গোপসাগরে ১৩ মাঝিমাল্লা নিয়ে ৫ দিন ধরে ট্রলার নিখোঁজ 

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:০২ পিএম

বঙ্গোপসাগরে ১৩ মাঝিমাল্লা নিয়ে ৫ দিন ধরে ট্রলার নিখোঁজ 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরেঙ্গাঘাট থেকে ১৩ মাঝিমাল্লা নিয়ে মা জননী নামের একটি ফিশিং ট্রলার মাছ ধরতে গিয়ে গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এরই মাঝে ট্রলারটি খুঁজতে আনোয়ারার উপকূল থেকে আরেকটি ট্রলার পাঠানো হলেও মা জননীর কোনো খোঁজ পাওয়া যায়নি। 

জানা যায়, গত বুধবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে সরেঙ্গাঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয় ট্রলারটি। ট্রলারে ১৩ মাঝিমাল্লা ছিলেন। 

ট্রলারটির মালিক মো. নিজাম উদ্দিন জানান, ট্রলার রওনা দেওয়ার সময় সপ্তাহ-১৫ দিনের খাবার ট্রলারে দেওয়া হয়। বুধবার রাতে রওনা দেওয়ার পর শুক্রবার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারা তখন জানিয়েছিলেন— ট্রলারের ইঞ্জিনের সমস্যা হয়েছে ট্রলার চলছে না; তারা এখন পানিতে ভাসছে। পরে তখনই তাদের উদ্দেশ্যে আমরা আরেকটি ট্রলার পাঠাই। ট্রলারটি তিন দিন ধরে খোঁজাখুঁজি করেও তাদের কোনো খোঁজ পাইনি বলে জানান। বিষয়টি আমরা নৌপুলিশকে অবিহিত করেছি।

এ বিষয়ে নৌপুলিশের কর্তব্যরত মো. ফারুক জানান, বিষয়টি আমাদের জানানো হয়েছে। তবে আমরা গত কয়েক দিন ধরে নির্বাচনের ডিউটিতে রয়েছি। এরই মধ্যে আমরা বিভিন্ন জায়গায় বিষয়টি জানিয়েছি, যাতে কেউ খবর পেলে আমাদের জানায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম