‘নিশ্চিত পরাজয় জেনেই জাফর আলম ভোট বর্জন করেছেন’

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:৩৪ পিএম

নিশ্চিত পরাজয় জেনেই কক্সবাজার-১ আসনের বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।
তিনি বলেন, নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই ভোটগ্রহণ শেষ হওয়ার ১ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাফর আলম। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হওয়ায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান তিনি।
এর আগে রোববার দুপুর তিনটার দিকে নিজের ফেসবুক পেজে ভোট বর্জনের ঘোষণা দেন জাফর আলম।
এর কিছু সময় পর ফেসবুক লাইভে আসেন তিনি। জাফর আলম বলেন, বিশেষ গ্রুপের লোকজন বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ট্রাক গাড়ির এজেন্টদের বের করে দিয়ে হাতঘড়ি মার্কায় সিল মারার সুযোগ করে দিচ্ছে। তাই আমি এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম।
এদিকে চকরিয়া-পেকুয়ার ১৫৪ ভোটকেন্দ্রে বিচ্ছিন্ন কোনো ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্রাক গাড়ি প্রতীকে জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এক যুবক।
এছাড়া পেকুয়ায় সাংবাদিকদের বহনকারী একটি মাইক্রোবাস ভাঙচুর করে দুর্বৃত্তরা।