Logo
Logo
×

সারাদেশ

চরফ্যাশনে ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ৩ জন

Icon

চরফ্যাশন প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:০৬ পিএম

চরফ্যাশনে ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ৩ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চরফ্যাশন উপজেলায় ভোট দিয়েছেন তৃতীয় লিঙ্গের ৩ জন হিজড়া ভোটার। 

চরফ্যাশন উপজেলায় নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, চরফ্যাশন উপজেলায় এবার মোট ৩ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার হয়েছেন। তারা প্রথমবারের মতো নিজ পরিচয়ে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন।

বেলা ১১টায় চরফ্যাশন পৌরসভার ১নং ওয়ার্ডের উদায়ন উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে ভোট দেন সাইফুল হিজড়া। বেলা ১২টায় চরফ্যাশন পৌররসভার ৪নং ওয়ার্ডের সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র ভোট দেন মাধুরি ও আধুরি হিজড়া।

মাধুরি আর আধুরি বলেন, আমরা ২০১৯ সালে ভোটার হয়েছি। এ নির্বাচনের আগেও ভোট দিয়েছি। আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। কোনো সমস্যা হয়নি। ভোট দিতে তাদের খুব ভালো লেগেছে।

সাইফুল হিজড়া বলেন, আমি এই প্রথম ভোট দিয়েছি। ভোট দেওয়া সহজ। আমরা যদি কখনো মানুষের পাশে দাঁড়াতে পারি, ভালো কাজ করে জনপ্রিয়তা অর্জন করতে পারি
তাহলে আমরাও ভবিষ্যতে নির্বাচনে প্রার্থী হওয়ার চিন্তা করব। আশা করি, জনপ্রতিনিধি যিনিই হোন তারা আমাদের পাশে দাঁড়াবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) সংসদীয় আসনে মোট চরফ্যাশন উপজেলায় ২১টি ইউনিয়নে ৩,৯০,৯১৭ জন ভোটার। তার মধ্যে পুরুষ ভোটার ২,৭,৭৩১ জন, মহিলা ভোটার ১,৮৩,১৮২ জন এবং হিজড়া ভোটার ৩ জন। 

এছাড়া মনপুরায় রয়েছে ৬২ হাজার ৭৬৬ জন ভোটার। এ আসনে ৪,৫৩,৬৮৩ জন ভোটার তাদের ভোট দিতে পারবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম