মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়ার বাড়িতে হামলা
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:০৬ পিএম
ডালিয়া নাসরিন রিক্তা। ছবি: যুগান্তর
বগুড়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের নির্বাহী সদস্য ডালিয়া নাসরিন রিক্তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে শহরের সুলতানগঞ্জপাড়া ঘোনপাড়ায় এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। উপশহর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জেলা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক রিক্তা দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষরা ভয় দেখাতে ও ভোটাররা যাতে কেন্দ্রে না যান এ জন্য এ ককটেল হামলা চালিয়েছেন।
রিক্তা জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি ঘরে জানালার কাছে খাটে বসে মোবাইল ফোনে নির্বাচনের খবর দেখছিলেন। এ সময় বিকট শব্দে পুরো বাড়ি কেঁপে উঠে। ককটেল জানালার কাঁচে লাগলে তিনি ও পরিবারের সদস্যরা গুরুতর আহত হতেন।
প্রতিবেশীরা আরও জানান, ডালিয়া নাসরিন রিক্তা বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রার্থী রাগেবুল আহসান রিপুর পক্ষে কাজ করছেন। তিনি শুধু পৌর এলাকার ওয়ার্ডগুলোতে নয়; ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন। তার বাড়িতে নৌকার ভোটের গান বাজিয়েছেন। এলাকার ভোটারদের নৌকা মার্কায় ভোটদানে উৎসাহ দেন। এতে নির্বাচন বিরোধী বিএনপি বা জামায়াতের নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। আর তারাই এ হামলার সঙ্গে জড়িত।
সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে রোববার বেলা পৌঁনে ১০টার দিকে ভোট চলাকালে বগুড়া সদরের ধাওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। একটি বিস্ফোরিত হলেও অপরটি অক্ষত থাকে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বেলাল হোসেন সাংবাদিকদের জানান, কেন্দ্রের বাহিরে একটি ভবন থেকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এতে কেউ আহত হয়নি; ভোটের পরিবেশ শান্ত রয়েছে।
সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) ফইম উদ্দিন জানান, ককটেল হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।