Logo
Logo
×

সারাদেশ

উত্তরায় ভোট দিলেন শেরীফা কাদের

Icon

উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০২:৪৪ পিএম

উত্তরায় ভোট দিলেন শেরীফা কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন ঢাকা-১৮ আসনের হেভিওয়েট প্রার্থী শেরীফা কাদের। সকাল সাড়ে ১১টায় উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় ভোটের সার্বিক পরিবেশ-পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী।

অপরদিকে, আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট দেন অন্যান্য প্রার্থীরা। সকাল ৮টার পর দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন কেটলী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী এবং ১০টায় একই এলাকার এমারত হোসেন কেন্দ্রে ভোট দেন ট্রাক প্রতীকের প্রতিদ্বন্দ্বী তোফাজ্জল হোসেন।

এদিকে, সমঝোতার আসন হিসেবে আওয়ামী লীগ নেতাকর্মীদের সমর্থন প্রশ্নে শেরীফা কাদের বলেন, আমি নৌকা বলব না। আমি সাধারণ জনগণের সাপোর্ট পাচ্ছি। সমঝোতার আসন হিসেবে আওয়ামী লীগের অনেকেই আমার সঙ্গে আসছেন।

ভোটের ফলাফল যাই হোক মেনে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, রেজাল্ট যাই হোক মেনে তো নিতেই হবে। বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী।

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনজুড়ে ২১৭ টি নির্বাচনি কেন্দ্রের ১১৬৯টি স্থায়ী ও ১০৪টি অস্থায়ী মিলিয়ে সর্বমোট ১২৭৩টি ভোটকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম