বার্সেলোনা হুয়াই ট্যালেন্ট সামিটে রুয়েট ছাত্রী মেহেরিন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৪০ পিএম
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী মেহেরিন তাবাসুম ‘বার্সেলোনা হুয়াই ট্যালেন্ট সামিট অ্যান্ড মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪’ এ অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন।
রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সেলিম হোসেন জানান, হুয়াই টেকনোলজি বাংলাদেশ অফিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্পেনের বার্সেলোনায় ২৪-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই কংগ্রেস অনুষ্ঠিত হবে। রুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম অভিনন্দন জানিয়েছেন।