Logo
Logo
×

সারাদেশ

কাশিমপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ আটক

Icon

কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ১১:২২ পিএম

কাশিমপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ আটক

গাজীপুরের কাশিমপুরে শিশু ধর্ষণ মামলায় ৬৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোমবার সকালে স্থানীয় সারদাগঞ্জ মধ্যপাড়া থেকে মৃত ঘট মোল্লার ছেলে রবিউলকে আটক করে কাশিমপুর থানা পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১১টায় তাকে আদালতে পাঠানো হয়। কাশিমপুর থানার ওসি সানোয়ার জাহান বলেন, বৃদ্ধ রবিউল (৬৫) শিশুটিকে চিপস কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে এবং বৃদ্ধকে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে কাশিমপুর থানায় ধর্ষণচেষ্টা মামলা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম