
প্রিন্ট: ০৫ মার্চ ২০২৫, ১১:০৫ এএম
নির্বাচনে কোনো বিশৃঙ্খলা হবে না: তৈমূর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ১১:০২ পিএম

তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। ফাইল ছবি
আরও পড়ুন
তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ভোটারদের উদ্দেশে বলেছেন, নির্বাচনে কোনো বিশৃঙ্খলা হবে না। আপনারা ভোট কেন্দ্রে আসতে পারেন।
সোমবার উপজেলার ভোলাব ইউনিয়নের পূবেরগাঁও, করাটিয়া, আতলাপুরসহ দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ ও নির্বাচনি প্রচারণা শেষে তিনি এ কথা বলেন।
তৈমূর আলম বলেন, যখন সাধারণ মানুষের জমিতে রিমঝিম পুলিশ হাউজিং কোম্পানি বালু ভরাট করছিল, তখন তারা সংসদ-সদস্য গোলাম দস্তগীর গাজীর কাছে গিয়েছিল। তিনি সাধারণ মানুষকে বলেছিলেন পুলিশের বিরুদ্ধে যেতে পারবেন না।
তিনি বলেন, আমিতো তখন রূপগঞ্জের কোনো জনপ্রতিনিধি ছিলাম না। তারপরও আমি সাধারণ মানুষের জমিতে বালু ভরাট বন্ধ করেছি। সে সময় সবদলের নেতাকর্মীর সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু পাইনি। এমপি সাহেব যাকে চাইবে, সে চেয়ারম্যান মেম্বার হবে। আমি নির্বাচিত হলে তা আর হবে না। যে যে তার যোগ্যতায় নির্বাচনে পাশ করে আসবে|