Logo
Logo
×

সারাদেশ

মেঘনায় লেভেল প্লেয়িং ফিল্ড চান ইসলামী ঐক্যজোটের প্রার্থী

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম

মেঘনায় লেভেল প্লেয়িং ফিল্ড চান ইসলামী ঐক্যজোটের প্রার্থী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য প্রার্থী, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

রোববার বিকালে মেঘনা উপজেলার মানিকারচর এলএল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এ দাবি করেন তিনি। 

আলতাফ হোসাইন বলেন, ইসলামী ঐক্যজোটসহ বিরোধী প্রার্থীদের প্রচারণায় বাধা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে হলে অবিলম্বে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক করতে হবে। 

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে সারা দেশে ব্যাপক উন্নয়ন হলেও নদীবেষ্টিত হোমনা-মেঘনায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বরং তারা জনগণকে শোসন করেছে, দুর্নীতি করে আখের গুছিয়েছে, কিন্তু এলাকার উন্নয়নের জন্য কিছুই করেনি। উন্নত ও দুর্নীতিমুক্ত মেঘনা গড়তে সবার সমর্থন চান তিনি।

জনসভায় ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, সাংগঠনিক সচিব মাওলানা ফারুক আহমদ, প্রচার সচিব মাওলানা আনসারুল হক ইমরান বক্তব্য দেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম