মেঘনায় লেভেল প্লেয়িং ফিল্ড চান ইসলামী ঐক্যজোটের প্রার্থী
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য প্রার্থী, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
রোববার বিকালে মেঘনা উপজেলার মানিকারচর এলএল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এ দাবি করেন তিনি।
আলতাফ হোসাইন বলেন, ইসলামী ঐক্যজোটসহ বিরোধী প্রার্থীদের প্রচারণায় বাধা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে হলে অবিলম্বে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক করতে হবে।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে সারা দেশে ব্যাপক উন্নয়ন হলেও নদীবেষ্টিত হোমনা-মেঘনায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বরং তারা জনগণকে শোসন করেছে, দুর্নীতি করে আখের গুছিয়েছে, কিন্তু এলাকার উন্নয়নের জন্য কিছুই করেনি। উন্নত ও দুর্নীতিমুক্ত মেঘনা গড়তে সবার সমর্থন চান তিনি।
জনসভায় ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, সাংগঠনিক সচিব মাওলানা ফারুক আহমদ, প্রচার সচিব মাওলানা আনসারুল হক ইমরান বক্তব্য দেন।