Logo
Logo
×

সারাদেশ

ইবলিশ-ইডিয়েট বলায় নৌকার শম্ভুকে আবারও শোকজ

Icon

বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:৪০ পিএম

ইবলিশ-ইডিয়েট বলায় নৌকার শম্ভুকে আবারও শোকজ

বরগুনার-১ (আমতলী, তালতলী ও বরগুনা সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে আবারও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

শনিবার বিকালে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচনি অনুসন্ধান কমিটি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীদের ইবলিশ, ইডিয়েট এবং মোনাফিক বলায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে ওই নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরগুনা-১ আসনের তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীকের জনসভায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভু স্বতন্ত্র প্রার্থীদের সমালোচনা করে ইবলিশ, ইডিয়েট ও মোনাফিক বলে মন্তব্য করেন। 

জনসভায় তিনি বলেন, যারা বলে উন্নয়ন হয়নি তারা ইডিয়েট, সব মুনাফিকি কথা, ইবলিশের কথা, এই ইবলিশ শব্দটি হলো আল্লাহর কথা, আর আমাদের ভাষায় হলো শয়তান। আমি আল্লাহর ভাষায় তাদের ইবলিশ বলব। এই ইবলিশদের বিচার হবে ইনশাআল্লাহ। 

তবে এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী বলেন, বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে শোকজ করার একটি নোটিশ নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছ থেকে আমরা সন্ধ্যায় পেয়েছি। এ নোটিশের পরবর্তী প্রক্রিয়া আমরা সম্পাদন করেছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম