Logo
Logo
×

সারাদেশ

মাঠ থেকে দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার

Icon

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫ এএম

মাঠ থেকে দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার

মাগুরার মহম্মদপুরে আপন দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের কালামশে মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— সবুজ (৩২) ও হৃদয় (১৭)। তারা পানিঘাটা গ্রামের মনজুর মোল্যার ছেলে। 

স্থানীয়রা জানান, সকালে মাঠে কাজ করতে গেলে সবুজ ও হৃদয়ের গলাকাটা লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

নিহতদের স্বজনদের দাবি, সবুজ ও হৃদয়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, পুলিশ খবর পেয়েই তাদের লাশ উদ্ধার করেছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম