সন্ত্রাসীরা ৭ জানুয়ারির আগে আত্মসমর্পণ করুন: মেজর জেনারেল ইব্রাহিম
চকরিয়া (চকরিয়া) কক্সবাজার
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:০৯ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চকরিয়ায় শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে পথসভা বিশাল সমাবেশে পরিণত হয়।
শনিবার বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের কল্যাণ পার্টির সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল ইব্রাহিম বীর প্রতীক।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সিআইপি, সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, মিজানুর রহমান, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা জিয়া উদ্দিন জিয়া, উপজেলা আওয়ামী সাবেক সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, জামাল উদ্দিন জয়নাল, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল চৌধুরী, এ্ডভোকেট ফয়জুল কবির প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বিগত পাঁচ বছরে চকরিয়া-পেকুয়াতে নির্যাতনের স্টিমরোলার চালিয়েছেন বর্তমান সাংসদ জাফর আলম, গরু চোর, ডাকাত, সন্ত্রাসীদের ৭ জানুয়ারির পূর্বে আত্মসমর্পণ করার আহ্বান জানান মেজর জেনারেল ইব্রাহিম।
হাতঘড়ির সমর্থনে বিশাল নির্বাচনীয় জনসভায় আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেন, হাতঘড়ির বিকল্প নেই। নির্যাতন, দখল, বেদখল হামলা-মামলা থেকে বাঁচতে হাতঘড়িকে বিজয় করতে হবে। বিগত পাঁচ বছরে নানা অপরাধ কর্মকাণ্ডে নেতাকর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছে। এ কারণে চকরিয়া-পেকুয়ার জনগণ ঐক্য হয়েছে। গুণী মানুষকে বিজয় করতে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে।