Logo
Logo
×

সারাদেশ

শিবগঞ্জে ৪১ ককটেল উদ্ধার

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭ পিএম

শিবগঞ্জে ৪১ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৪১টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার রাত ৮টার দিকে র‌্যাব-৫ এর একটি অভিযানিক দল ককটেলগুলো উদ্ধার করে। পরদিন শনিবার বেলা ১১টায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌস। পরে পাশের একটি আম বাগানে ককটেলগুলো বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ অধিনায়ক জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশেষ মহল বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। নাশকতা কর্মকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের দমনে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ৭টি বালতিতে মজুত ৪১টি ককটেল উদ্ধার করা হয়। 

মুনীম ফেরদৌস বলেন, নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে ভোটারদের মাঝে ভীতি সৃষ্টি করতে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আসছে একটি মহল। চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিস, জেলা প্রশাসক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টেনিস গ্রাাউন্ডসহ জেলার বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। র‌্যাব অধিনায়ক আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার করতে নির্বাচন কমিশনের ঘোষণার পর ১৯টি অস্ত্র, ৩০টি ম্যাগাজিন, ৬৫ রাউন্ড গুলিসহ ১২ জনকে আটক করা হয়েছে। এছাড়াও ৩ কেজি ৪২০ গ্রাম গান পাউডার জব্দ করা হয়েছে। তার দাবি বিস্ফোরকের কারখানা বা মজুত করার সুযোগ নেই। কারণ, র‌্যাব সদস্যরা প্রতিনিয়ত গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান অব্যাহত রেখেছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম