Logo
Logo
×

সারাদেশ

জার্তীয় পাটির প্রার্থীর ইশতেহার ঘোষণা

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৭ পিএম

জার্তীয় পাটির প্রার্থীর ইশতেহার ঘোষণা

বরিশাল-১ আসনে জাতীয় পার্টির লাঙ্গলের প্রার্থী অ্যাড. ছেরনিয়াবাত সেকেন্দার আলী শনিবার আগৈলঝাড়া উপজেলার তালতায় নির্বাচনি অফিসে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে সবচেয়ে গুরুত্ব পেয়েছে নিজ হাতে ভোট প্রদান প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা, মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার উন্নতি করা ও দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। তার নির্বাচন ইশতেহারে ৩৭ দফা উল্লেখ করেছে।

তিনি আরও বলেন, জনগণ যদি তাদের ইচ্ছামতো ভোট দিতে পারে তাহলে জাতীয় পার্টির লাঙ্গল মার্কা বিজয়ী হবে। আমি এমপি হয়ে জাতীয় সংসদে যেতে পারলে আমার নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করব। আমি আগৈলঝাড়া-গৌরনদীর দুই উপজেলার নেতাকর্মীদের নিয়ে মাঠে আছি। আমি দুই উপজেলার ১২টি ইউনিয়নে আমি লাঙ্গল মার্কার উঠান বৈঠক করছি। যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির একটি ভোট থাকবে আমি ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির সঙ্গে থাকব। নির্বাচন ইশতেহারে সময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. হানিফ মৃধা, গৌরনদী উপজেলা যুব সংহতি সভাপতি মো. নিজামুল হক নান্নু, বাটজোর ইউনিয়ন জাতীয় পার্টির  সভাপতি মো. বাবুল সরদার, কেন্দ্রীয় ছাত্র সমাজের প্রাদেশিক সম্পাদক মায়িন মাসুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম