দৌলতপুরে সভার খাবার এতিমখানায়, দুকর্মী ও সমর্থকের জরিমানা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম
![দৌলতপুরে সভার খাবার এতিমখানায়, দুকর্মী ও সমর্থকের জরিমানা](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/12/30/image-757369-1703951392.jpg)
মানিকগঞ্জে-১ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনি ক্যাম্পে খাবারের আয়োজন করায় মহাজোটের কর্মী মো. জলিলকে দশ হাজার টাকা জরিমানা খাবার এতিম খানায় প্রদান এবং মোটরসাইকেলে নির্বাচনি স্টিকার ও প্রার্থীর ছবির স্টিকারের টিশার্ট পড়ে ৪-৫টি মোটরসাইকেল নিয়ে র্যালি করায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মো. জুয়েল রানাকে দুই হাজার টাকা জরিমানা করে পৃথক দুটি মোবাইল কোর্ট।
শনিবার দুপুর ১২ থেকে ১টার মধ্যে উপজেলার দৌলতপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠ ও ৩৬নং সরকারি বিদ্যালয়ের মাঠ থেকে মোবাইল কোর্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজ উদ্দিন আহমেদ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের বর্ধিত সভায় অনুমতি না নিয়ে সভার আয়োজন ও খাবারের আয়োজন করায় তাদের আচরণবিধি মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে জিয়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন বলেন, আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার অনুমতির দায়িত্ব একজনকে দেওয়া হয়েছিল। কিন্তু আবেদনটি নির্বাহী ম্যাজেস্ট্রেটের কাছে না পৌঁছানোর কারণে ঘটনাটি ঘটেছে।