Logo
Logo
×

সারাদেশ

স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের দাফন সম্পন্ন

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ পিএম

স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের দাফন সম্পন্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্মীতলা ও ধামইরহাট) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বর্ষীয়ান রাজনীতিবিদ আমিনুল হকের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রথম ও বাদ জোহর গ্রামের বাড়ি লক্ষণপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রবীণ এই রাজনীতিবিদকে এক নজর দেখতে ও জানাজায় শরিক হতে হাজার হাজার মানুষের ঢল নামে।

আমিনুল হক ১৯৮৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত একাধিকবার পত্মীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালে তিনি পত্মীতলা উপজেলার নজিপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন মনোনয়নপত্রে বিভিন্ন অসংগতি তুলে ধরে তার প্রার্থিতা বাতিল করে দেয়। পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট বুধবার তার প্রার্থিতা বৈধ বলে রায় দেয় এবং বৃহস্পতিবার নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে ঈগল প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ পাওয়ার পর শুক্রবার ভোরে তিনি মারা যান। স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন কমিশন শুক্রবার বিকালে নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত করে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম