Logo
Logo
×

সারাদেশ

রামেক হাসপাতালে জামায়াত নেতাসহ দুই বন্দির মৃত্যু

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৮ পিএম

রামেক হাসপাতালে জামায়াত নেতাসহ দুই বন্দির মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দি আসামির মৃত্যু হয়েছে। এদের একজন জামায়াতের নেতা, যিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য কয়েদি ছিলেন নওগাঁ জেলা কারাগারের। চিকিৎসার জন্য দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

মারা যাওয়া জামায়াত নেতার নাম আবদুল লতিফ। তিনি রাজশাহীর দামকুড়া থানা জামায়াতের আমির ছিলেন। ১৮ ডিসেম্বর দামকুড়া থানার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। আর মারা যাওয়া আরেকজন হলেন আজিজুল হক। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন কারাগারে ছিলেন। বাড়ি নওগাঁর ধামইরহাটে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আবদুল জলিল জানান, নওগাঁ কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার আজিজুলকে রাজশাহীতে পাঠানো হয়। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তিনি মারা গেছেন।

এদিকে আবদুল লতিফকে হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার। তিনিও মারা গেছেন শনিবার সকালে। এই দুই বন্দি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ময়নাতন্ত শেষে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম