Logo
Logo
×

সারাদেশ

রোহিঙ্গাদের মাঝে অনুদান সামগ্রী বিতরণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম

রোহিঙ্গাদের মাঝে অনুদান সামগ্রী বিতরণ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের দেওয়া বিভিন্ন অনুদান সামগ্রী হস্তান্তর করা হয়েছে। 

শনিবার সকালে উখিয়ার বালুখালী ৯ নাম্বার ক্যাম্পে এ অনুদান সামগ্রী বিতরণ করে প্রতিধ্বনি ফাউন্ডেশন।

নতুন বছরের শুভেচ্ছা হিসেবে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের জন্য রোহিঙ্গা ক্যাম্পে ডেস্কটপ, সেলাই মেশিন, শীতবস্ত্র, সোলার বিদ্যুৎ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশের বেসরকারি সংগঠন আমাদের সময়ের প্রতিধ্বনি ফাউন্ডেশনের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, নারী, কিশোর ও কিশোরীদের মাঝে এ অনুদান দেওয়া হয়েছে।

সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রতিধ্বনি ফাউন্ডেশনের উপদেষ্টা ও ইসি সদস্য (অব.) ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. মনজুর কাদের।  

তিনি বলেন, চীনের পক্ষ থেকে এমন এক গুরুত্বপূর্ণ সময়ে উদার অনুদান অবশ্যই রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন পর্যন্ত জীবনমান উন্নয়নে সহায়তা করবে। চীনের মতো বন্ধুপ্রতীম দেশ বাংলাদেশের পাশে সব সময় থাকবে।  

এ সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোশাররফ খান বাদলসহ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ইনচার্জের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম