Logo
Logo
×

সারাদেশ

সুন্দরবনে লাইটার জাহাজডুবি

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৬ এএম

সুন্দরবনে লাইটার জাহাজডুবি

বাগেরহাট সুন্দরবনের শিবসা নদীতে ১ হাজার ৪২২ টন ফ্লাইএ্যাশ বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। শুক্রবার দুপুরে এমভি গায়েহেরা-৪ নামক ওই লাইটার জাহাজটি তলা ফেটে নদীতে ডুবে যায়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জাহাজে থাকা ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে নলিয়ান নৌ থানা পুলিশ।

নলিয়ান নৌ থানার পুলিশ পরিদর্শক তারক চন্দ্র নাথ বলেন, এমভি গায়েহেরা-৪ নামক লাইটার জাহাজটি শিবসা নদীর নলিয়ান এলাকায় ডুবোচরে আটকা পড়ে। খবর পেয়ে তিনিসহ নৌ পুলিশের একটি দল সেখানে গিয়ে লাইটারের নাবিকদের উদ্ধার করা হয়েছে। শিবসা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

ডুবে যাওয়া লাইটারটি  ভারতের ভজভজ এলাকা  থেকে ১ হাজার ৪২২ মেট্রিকটন ফ্লাইএ্যাশ (সিমেন্টর কাঁচামাল) বোঝাই করে বাংলাদেশের ঘোড়াশাল এলাকায় অবস্থিত একটি সিমেন্ট কারখানায় যাচ্ছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম